বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের সব ফরম্যাটে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। পেস বোলিংয়ে দেশের অন্যতম সেরা তিনি। এখনও খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট।
এরইমধ্যে রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকিট নিয়ে টানা দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নড়াইল-২ আসন থেকে। এবার জাতীয় সংসদের হুইপের দায়িত্বও পালন করছেন।
বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় থাকেন মাশরাফি। বিশেষ করে ভক্ত ও এলাকার মানুষের সঙ্গে তার কর্মকাণ্ড আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তেমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
আরো পড়ুন: নড়াইলের ঘটনায় ভীষণ মর্মাহত মাশরাফি
এতে দেখা যাচ্ছে মুখে মাস্ক, চোখে চশমা আার মাথায় ক্যাপ পরে মেট্রোরেলে চড়েছেন মাশরাফি। তবে কেউ চিনতে পারেনি তাকে। এমন একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহযোগী অধ্যাপক ড. দেবু কুমার ভট্টাচার্য।
তিনি ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘বাসার পাশের মেট্রো ধরে সচিবালয়ের পথে হুইপ ক্যাপ্টেন মাশরাফী বিন মর্তুজা ভাই। আপনাকে জনগণ চেনে নাই। তাহলে বুঝতেন কতো রিল আর টিকটকে অংশ নেয়া লাগতো।’