ডেস্ক,৩০ আগষ্ট ২০২১:
কাবুলে মার্কিন সেনাদের ড্রোনের সাহায্যে ছোঁড়া মিসাইল হামলায় ছয় শিশুসহ ৯ আফগান নাগরিক নিহত হয়েছেন।
কাবুলে আত্মঘাতী হামলার প্রতিশোধ হিসেবে আমেরিকার সেনারা রোববার (২৯ আগস্ট) এই ড্রোন হামলা চালায়। কিন্তু ভুল টার্গেটে এই সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের কেউ কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না।
ড্রোন হামলায় নিরীহ আফগান নাগরিকদের প্রাণহানির বিষয়টি স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম)। তারা জানায়, ‘সাধারণ নাগকিকের’ এই প্রাণহানির বিষয়টি তাদের জানা আছে। এই বিষয়টি তদন্ত করছে সেন্টকম।
প্রসঙ্গত, গত ২৬ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আমেরিকান সেনাসহ ১৭৫ জন নিহত হয়েছেন।
সেনাদের এই প্রাণহানির ঘটনার পর আমেরিকা প্রতিশোধ নেওয়ার ঘোঘণা দেয়। আফগানিস্তানের খোরাসন প্রদেশে আইএস এর ঘাঁটিতে আমেরিকা ড্রোন হামলা চালায়।