বিশেষ প্রণোদনাসহ মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের চেক ছাড় হয়েছ। আগামী ১০ আগস্ট পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: এমপিও শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড় হতে পারে ৮ আগষ্ট
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিশেষ প্রণোদনা ও পাঁচ শতাংশ ইনক্রিমেন্টসহ জুলাই (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১৫ তারিখ ৭-৮-২০২৩ খ্রিষ্টাব্দ।