মাদারীপুরে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অর্ধ দিবস ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ এমপিওভূক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূনাঙ্গ উৎসব ভাতাসহ শিক্ষা জাতীয়করণের দাবীতে অর্ধ দিবস অবস্থান ধর্মঘট করেছে মাদারীপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকাল ১১টা থেকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ধর্মঘট পালন করেন মাদারীপুর জেলা শিক্ষক সমিতি।

বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে তিন শতাধিক এমপিওভূক্ত বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এই ধর্মঘট পালন করেন। এ সময় তারা নানা দাবী তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, মাদারীপুর সদর শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, কালকিনির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রাজৈরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শিবচরের সাধারণ সম্পাদক ওহাব মিয়া, শিক্ষক নেতা মো. জামাল উদ্দিন, মিজানুর রহমান খান, সৈয়দ আকমল হোসেন পিলু প্রমুখ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।