মাদরাসা শিক্ষকদের এমপিও এবং অন্যান্য আবেদন ওয়েব অ্যাপ মেমিসের মাধ্যমে এখন থেকে প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এর আগে এই আবেদন প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে করতে হতো। এবার এই আবেদনের সময় একদিন কমলো। তবে সংশ্লিষ্টরা বলছেন এতে শিক্ষকদের এমপিও কার্যক্রম আরো সহজ হবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেবা সহজীকরণের লক্ষে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওসহ বিভিন্ন ক্যাটাগরির আবেদন অনলাইনে মাদরাসা প্রধান প্রতিমাসের ১ থেকে ৪ তারিখের মধ্যে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর এবং প্রতিমাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি করবেন ডিসিরা
এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের শেষের দিকে মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদন ওয়েব অ্যাপ মেমিসের মাধ্যমে করা শুরু হয়। এর আগে স্কুল-কলেজ শিক্ষকদের এমপিও দিতে তৈরি করা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সফটওয়্যার ব্যবহার করেই দীর্ঘদিন ধরে মাদরাসা শিক্ষকদের এমপিও দেয়া হতো। কিন্তু ইএমআইএস সফটওয়্যার নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। মাদরাসা শিক্ষকদের পৃথক এমপিও সফটওয়্যার মেমিস তৈরি করা হয়েছে। নভেম্বর মাসে মেমিসে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।