মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তি প্রক্রিয়াকরণ সার্ভার মেমিস-এ প্রবেশ করতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা। ফলে মাদরাসায় নিয়োগ পাওয়া বহু নতুন শিক্ষক চলতি নভেম্বর মাসে এমপিওভুক্তির আবেদন জমা দেয়া নিয়ে শঙ্কায় আছেন।
গতকাল রোববার মাদরাসা শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিওভুক্তির আবেদনের শেষ দিন ছিলো। কিন্তু সকাল থেকে শিক্ষকরা মেমিস সার্ভারে প্রবেশ করতে পারেননি। ফলে তাদের এমপিওভুক্তির আবেদন করা হয়নি।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বহু শিক্ষক-কর্মচারী একসঙ্গে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করার চেষ্টা করায় মেমিস ওভারলোডেড হয়ে পড়ে। ফলে সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। জটিলতা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে ইতোমধ্যে প্রায় ৯ হাজার শিক্ষক-কর্মচারী নভেম্বর মাসে আবেদন করেছেন।
বেশ কয়েকজন শিক্ষক জানান, মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে করতে হয়। তবে রোববার মেমিস সফটওয়্যারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন করা যাচ্ছে না। বহু নতুন শিক্ষক এমপিওর আবেদন করার অপেক্ষায় আছেন। নভেম্বরে এমপিওভুক্তি আবেদন না করলে তারা এ মাসেও বেতন-ভাতা বা এমপিও পাবেন না। ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করতে হবে। মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যোগদান থেকে এমপিওভুক্ত হওয়ার বিধান এখনো কার্যকর হয়নি। ফলে এমপিওভুক্তির আবেদন করতে না পারা শিক্ষক-কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এ পরিস্থিতিতে শিক্ষকরা জটিলতা নিরসন করে এমপিওভুক্তির আবেদনের সময় কিছুটা বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার দৈনিক শিক্ষাবার্তাকে বলেন, জটিলতা সমাধানের চেষ্টা করা হচ্ছে। মেমিস প্রকল্পের পক্ষ থেকে সার্ভার চালু করার চেষ্টা করা হচ্ছে। একসঙ্গে বহু শিক্ষক-কর্মচারী এমপিওর আবেদনের চেষ্টা করার বিপত্তির সৃষ্টি হয়েছে।