ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করল পাবিপ্রবি

Image

নাজমুল হুদা, পাবিপ্রবি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্য সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উপাচার্যের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তরগুলোর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ডিবেটিং সোসাইটি, প্রগতি কলম সমাজ, প্রথম আলো বন্ধু সভা, রোভার স্কাউটস গ্রুপসহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।