ডেস্ক ॥ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্সের প্রার্থী রামনাথ কোবিন্দ ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী ইউপিএর প্রার্থী মীরা কুমারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ শতকরা ৬৬ শতাংশ এবং মীরা কুমার শতকরা ৩৬ ভাগ ভোট পেয়েছেন। খবর এএফপি ও এনডিটিভি অনলাইনের। রামনাথ কোবিন্দ তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তিনি সমাজের নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত থাকবেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। ফল প্রকাশিত হয় বিকেল পাঁচটায়। ফল প্রকাশের পরপরই কোবিন্দকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পরাজিত রাষ্ট্রপতি প্রার্থী মীরা কুমার। এক টুইটার বার্তায় মোদি বলেন, ভারতের নয়া রাষ্ট্রপতি ‘শ্রী রামনাথ কোবিন্দ’ আপনাকে স্বাগত। আমি আপনার সফলতা কামনা করছি। পশ্চিমবঙ্গের মৃখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কোবিন্দকে অভিনন্দন জানান।