ঢাকা: ভারতের টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীরা এখন থেকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন সাক্ষাতের তারিখ।
রোববার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, “৩০ মে ২০১৬ থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদনকারীদের সাক্ষাতের তারিখ ওয়ান-টাইম পাসওয়ার্ডসহ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
“ওই এসএমএস না দেখালে ভারতীয় ভিসা সেন্টারে প্রবেশ করতে ও আবেদনপত্র জমা দিতে দেওয়া হবে না।”
এজন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীকে আসল মোবাইল নম্বর লেখার পরামর্শ দেওয়া হয়েছে।
“তবে ৫ জুন ২০১৬ পর্যন্ত সাক্ষাতের তারিখ পাওয়া টুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে নতুন এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।”