ভাইয়ের উপর অভিমান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টার দিকে ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগে পড়ালেখা করতেন। বিশ্ববিদ্যালয়ের ভেতরে শাহী কলোনির বিপরীত পাশে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ির মানিনছড়ি।
আরো পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন
জানা গেছে, বৃহস্পতিবার তুচ্ছ বিষয় নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া হয় ওই ছাত্রীর। পরে অভিমানে বাড়িতে থাকা তেলাপোকা মারা বিষ পান করেন। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। তিনি বলেন, ঘটনা জানা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই ছাত্রীর বাসা তালাবদ্ধ ছিল। মেয়েটির মরদেহ এখন চমেক হাসপাতালে আছে। আমি এখন সেদিকে যাচ্ছি।