ব্লাড ক্যান্সারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাকিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরইসলামাবাদ গ্রামের শিশ মোহাম্মদের ছেলে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিভাগীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রাজশাহীর নওদাপাড়া মাদ্রাসায় অধ্যয়নকালে তার ক্যান্সার ধরা পড়ে। তখন চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর ২০১৬ সালে আবারও অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ ১৫ দিন আগে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

সোমবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।