ব্লাড ক্যানসারের লক্ষণ কী কী

Image

লিউকেমিয়া সাধারণত রক্তের শ্বেতকণিকাজনিত রোগ। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী যোদ্ধা হলো রক্তের শ্বেতকণিকা। সাধারণত এসব কণিকার বৃদ্ধি ও বিভাজন হয় সুশৃঙ্খলভাবে, তবে লিউকেমিয়ায় আক্রান্ত লোকজনের অস্থিমজ্জা থেকে অতিরিক্ত পরিমাণে অস্বাভাবিক শ্বেতকণিকা বের হয়, যেগুলো ঠিকমতো কাজ করে না।

ব্লাড ক্যানসার বা লিউকেমিয়া এখন আর নতুন কোনো বিষয় নয়। এ ক্যানসার কী এবং এর লক্ষণগুলো কী কী, তা তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটাভিত্তিক অলাভজনক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে।

আরো পড়ুন: পুত্র সন্তান লাভের সহজ উপায়

এতে প্রকাশিত নিবন্ধে বলা হয়, শরীরে রক্ত উৎপাদনকারী টিস্যুগুলোর ক্যানসারই হলো লিউকেমিয়া বা ব্লাড ক্যানসার।

বিভিন্ন ধরনের লিউকেমিয়া আছে। কয়েক ধরনের লিউকেমিয়া শিশুদের মধ্যে বেশি দেখা যায়। অন্য কিছু ধরনে প্রাপ্তবয়স্করা বেশি আক্রান্ত হন।

লিউকেমিয়া সাধারণত রক্তের শ্বেতকণিকাজনিত রোগ। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী যোদ্ধা হলো রক্তের শ্বেতকণিকা। সাধারণত এসব কণিকার বৃদ্ধি ও বিভাজন হয় সুশৃঙ্খলভাবে, তবে লিউকেমিয়ায় আক্রান্ত লোকজনের অস্থিমজ্জা থেকে অতিরিক্ত পরিমাণে অস্বাভাবিক শ্বেতকণিকা বের হয়, যেগুলো ঠিকমতো কাজ করে না।

লক্ষণ

ধরনের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যেতে পারে ব্লাড ক্যানসারে আক্রান্ত রোগীর শরীরে। লিউকেমিয়ার সাধারণ কিছু লক্ষণ রয়েছে, যেগুলো নিচে তুলে ধরা হলো।

  • জ্বর বা কাঁপুনি
  • ক্রমাগত অবসাদ, দুর্বলতা
  • ঘন ঘন বা মারাত্মক সংক্রমণ
  • ওজন কমতে থাকা
  • লিভার বা প্লীহা বড় হয়ে যাওয়া
  • সহজেই রক্তপাত হওয়া
  • ত্বকে ছোট লাল দাগ পড়া
  • নাক থেকে বারবার রক্ত ঝরা
  • অতিরিক্ত ঘামা, বিশেষত রাতে
  • হাড়ে ব্যথা কিংবা শরীরে চাপ দিলে ব্যথা

নিবন্ধটি দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।