ব্রাহ্মণবাড়িয়ার প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Image

ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল নিজের কক্ষে অবরুদ্ধ ছিলেন। পরে জেলা প্রশাসনের দুজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধান শিক্ষককে গাড়িতে তুলে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে গেলে শিক্ষার্থীরা শান্ত হয়।

গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বিদ্যালয়ে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তসহ প্রধান শিক্ষক বিদ্যালয়ে আর আসবেন না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদ আছে ২২টি। শিক্ষক ও কর্মচারী মিলিয়ে এমপিওভুক্ত ১৮ জন কর্মরত রয়েছেন। নন–এমপিওভুক্ত শিক্ষক আছেন ১৭ জন। বর্তমানে ১ হাজার ৪২৪ শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়ন করছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন মোহাম্মদ আবু জামাল।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য লতিফুর রহমান ও অভিভাবক প্রতিনিধি আজহারুল করিম বলেন, প্রধান শিক্ষককে কয়েক দিন বিদ্যালয়ে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। ইউএনও স্যারও এই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি (প্রধান শিক্ষক) তাঁদের কথা শোনেননি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহমুদা আক্তার বলেন, ‘বিষয়গুলো আমরা জানি। শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।