নিজস্ব প্রতিবেদক | ০৩ নভেম্বর, ২০২২: ১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন এ সূচিতে চলবে।
আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
এখন এসব অফিস চলছে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত।