বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ শিক্ষককের এমপিও প্রদানের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়।

ডেস্ক,২৩ মার্চ: বিভিন্ন জেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ শিক্ষককের এমপিও প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট। বৃহস্পতিবার একই সাথে ৩টি রীট পিটিশনের চুড়ান্ত শুনানি শেষে মাননীয় বিচারপতি আশফাকুল ইসলাম ও মাননীয় বিচারপতি কে এম. কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। রিট আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া এবং রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি এটনি জেনারেল বশির আহমেদ।

আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া বলেন, রীটকারীগণ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ ভাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে রীটকারীদের প্রতিষ্ঠানের সকলের বেতন সরকারী অংশ (এম.পি.ও) পেলেও তারা পাননি তাই বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮৫ জন অনার্স মাষ্টার্স প্রভাষক এবং ২৩ সহকারী শিক্ষকের দায়ের করা ৩টি রীটের চুড়ান্ত— শুনানী শেষে এম.পি.ও প্রদানের নির্দেশনা দিয়ে এই রায় প্রদান করে মহামান্য হাইকোর্ট।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।