বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা পিছিয়েছে

ঢাকাsarker_6557: বেসরকারি শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্টের সময় এক সপ্তাহ পিছিয়েছে। ৭ মে’র পরিবর্তে ১৩ মে এ টেস্ট অনুষ্ঠিত হবে। তবে স্কুল পর্যায়ে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ মে অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর আওতায় ‘ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬’ এর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত ৭ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ মে শুক্রবার হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগ পেতে এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক। নিবন্ধন সনদের মেয়াদ আগে ৫ বছর থাকলেও ২০১৩ সালের ২০ জুন তা আজীবন করা হয়।

সম্প্রতি ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা, ২০০৬’ সংশোধন করে সনদের মেয়াদ তিন বছর করা হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।