বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ও ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগের বিষয়ে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার আশ্বাস জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বদলি চালুর দাবিতে স্মারকলিপি প্রদানের সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা এ আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির নেতারা। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলামএ তথ্য নিশ্চিত করেছেন।
‘বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ও ইনডেক্সধারীদের প্রতিষ্ঠান পরিবর্তন সুযোগের দাবিতে বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় প্রতিনিধি দল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদর সাথে এ বিষয়ে আলোচনাও করেন। আলোচনায় কর্মকর্তারা বেসরকারি শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু ব্যাপারে ইতিবাচক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শীঘ্রই এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।’