বেসরকারি মেডিকেল আসন ফাঁকা ১২০০, নতুন করে ভর্তি আবেদন শুরু

Image

দেশের বেসরকারি মেডিকেল কলেজে এক হাজার দুইশত আসন ফাঁকা রয়েছে। এ আসনগুলোর বিপরীতে নতুন করে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ৮ জুন পর্যন্ত আবেদনগ্রহণ চলবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুন রাত ১২টা পর্যন্ত দেশি শিক্ষার্থীরা অনলাইনে নতুন করে ভর্তির আবেদন করতে পারবেন। ফি পরিশোধ করা যাবে ৯ জুন রত ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬১৯ আসনে ভর্তি আজ

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রাথমিভাবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএস পাঠানো শুরু হবে আগামী ১৩ জুন। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে ২৬ জুন। এর আগে ১৪ জুন থেকে ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি শুরু হবে ২৭ জুন থেকে। যা চলবে ৮ জুলাই পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারনে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ‘মেডিকেল/ডেন্টাল ক এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2024’ প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময় নির্দেশনাবলী (www.dgme.portal.gov.bd). (www.dgme.gov.bd) 3 (www.dghs.gov ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে।

আবেদন ফি ১০০০/- ( অনলাইন আবেদন ফি ১০০/- এবং নিশ্চায়ন ফি ১০০/-) যা প্রি-পেইড মোবাইল নম্বর থেকে প্রদান করতে হবে। আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে। কোনো অবস্থাতেই সরকার কর্তৃক নির্ধারিত ি অতিরিক্ত আদায় করা যাবে না। নির্বাচিত কোন প্রার্থীর দেয়া তথ্য (যা কলেজ নির্ধারনে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন /কলেজ নির্ধারন/ভর্তি বাতিল গণ্য হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।