নিজস্ব প্রতিবেদক | : বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠকের সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে আগামীতে এ ধরনের নিয়োগের লক্ষ্যে প্রাথী বাছাইয়ের দায়িত্ব শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হবে।
এর আগে গত বছরের ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় একই ধরণের সিদ্ধান্ত নিলেও তার কোনো অগ্রগতি হয়নি অদ্যাবধি।
বর্তমানে বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের নিয়োগের ক্ষমতা কলেজের গভর্নিং বডির হাতে। কিন্তু এতে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না পাওয়া এবং নিয়োগে প্রায়ই বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে কলেজের অনার্স ও মাস্টার্স শিক্ষার মান সম্পর্কে আপত্তি আছে।
বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহবার হোসাইন। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, এনটিআরসিএ চেয়ারম্যান এমএম আজহার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।