নিজস্ব প্রতিবেদক,২১ সেপ্টেম্বর:
বেতন বৈষম্য নিরসন তথা প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন ১০টি প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা। এ ১০ টি সংগঠনকে নিয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সেগুনবাগিচায় অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সংগঠনগুলোর এক সভায় এ ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।
ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত প্রাথমিক শিক্ষকদের এ ১০টি সংগঠন হলো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (তোতা-গাজী), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আতিক-কাশেম), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (আনসারী-আব্দুল্লাহ), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিস-রবিউল), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (শামসুদ্দিন-ছাবেরা), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জাহিদুর রহমান), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফ্রন্ট (খালেদা- মোজাম্মেল), গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতি (খালেক), বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরাম (হক-সিরাজ)। এছাড়া পুল প্রাথমিক শিক্ষক সমিতি ও প্যানেল প্রাথমিক শিক্ষক সমিতি এই ঐক্যবদ্ধ পরিষদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
সভায় উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষক নেতা ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (তোতা-গাজী) সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আনসারী-আব্দুল্লাহ) সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (আতিক-কাশেম) সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. সামছুদ্দিন মাসুদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. বদরুল আলম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের সভাপতি মো. আবদুল হক, গ্রাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল খালেক প্রমুখ।
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায় করা সম্ভব নয়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া প্রাথমিক শিক্ষকদের দাবি আদায় হবে না। তাই অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা বলেন, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক উভয়ের দাবি আদায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাজ করে আসছে । এ সময় অন্যান্য সব সংগঠনকেও এক মঞ্চে আসার আহ্বান জানান তিনি।