বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাময়িক বহিস্কৃত শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির সিট ফেরত দিতে বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ। রোববার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের পক্ষে এ আল্টিমেটাম দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি।
আরো পড়ুনঃ ৯৭ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ
এছাড়া ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রবেশ করানোর ঘটনায় বুয়েটের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত।
এর আগে বুয়েটে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে ইমতিয়াজ রাব্বিসহ ছয় শিক্ষার্থীকে শনিবারের মধ্যে স্থায়ী বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। এবং ছয় দফা দাবি না মানলে আজ সকাল সাতটা থেকে ক্যাম্পাসে আবারো আন্দোলন এবং সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা।