বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর সুপারিশ করা হয়েছে। পরের মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. জীবন পোদ্দার বলেন, প্রাথমিকভাবে দু’টি তারিখ ঠিক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে। এরপর ১৬ মার্চ হবে লিখিত পরীক্ষা। এর আগে তারিখ দুটি একাডেমিক কাউন্সিলে অনুমোদন হতে হবে বলে জানান তিনি।
আরো পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ জানুয়ারি
জানা গেছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। পরে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।