এখন থেকে বিসিএসের ক্যাডার, নন-ক্যাডার চয়েস লিস্ট তিনবার সাবমিটের সুযোগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪১তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম দেওয়ার সময় থেকে এটি বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, এতদিন ক্যাডার কিংবা নন-ক্যাডারের পছন্দক্রম নির্ধারণ করার পর একবারই সাবমিট করার সুযোগ পেতেন চাকরিপ্রার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী এই সুযোগ তিনবার পাবেন তারা। প্রথমবার পছন্দক্রম সাবমিট করার পর ভুল সংশোধন কিংবা চয়েসলিস্ট পরিবর্তনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার সাবমিট করার পর তৃতীয়বারও সুযোগ দেওয়া হবে। তৃতীয়বার সাবমিট করার পর সেটি চূড়ান্ত বলে গণ্য করা হবে।
আরো পড়ুন: ৪১তম বিসিএসে নন-ক্যাডারের পদ কত?
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র এক কর্মকর্তা জানান, সম্প্রতি পছন্দক্রম নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিষয়টি পিএসসি’র দৃষ্টিগোচর হয়েছে। সেজন্য এখন থেকে পছন্দক্রম তিনবার সাবমিট করতে পারবেন চাকরিপ্রার্থীরা।