বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৯৬১ মৃত্যু

Image

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৫ হাজার ৯৬১ জন মানুষ। একই সময়ে করোনা নতুন শনাক্ত হয়েছে৩ লাখ ৮০ হাজার ৬২৫ জন মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২২১ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯৪৮ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।