বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ

Image

ঢাকাঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে রেল ও সড়ক পথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী মহাখালী রেলগেট এলাকায় অবস্থান নেন। ফলে বনানীর জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিন দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচের রেললাইনে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতেও শোনা যায়।

এর আগে গত ২৪ অক্টোবরও একই দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ওইদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা মহাখালীর আমতলী এলাকায় অবস্থান নেন। ফলে মহাখালীসহ আশপাশের এলাকাগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।