বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার তরুণ রাজীব গাইনকে (১৯) দ্রুতই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হচ্ছে। তাকে ঢামেকে আনার ব্যবস্থা করছেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ। তিনি এ তরুণের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামে বসতি গাইন সম্প্রদায়ের কিছু মানুষের। এ গ্রামের কার্ত্তিক চন্দ্র গাইনের ছেলে রাজিব।
রাজীবের মা মমতা রানী জানান, জন্মের তিন বছর পর তাকে ভারতে নেয়া হয়। সেখান থেকে হতাশ হয়ে দেশে ফেরেন রাজিব। চিকিৎসকরা তার রোগের সঠিক কোনো চিকিৎসা দিতে পারেননি। বয়স ১৫ হলে ফের ভারতে নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসকরা। বলা হয়- অপারেশন করলে সুস্থ হয়ে উঠবে। অভাবের সংসারে টাকা জোগাড় হয়নি। পরবর্তীতে চিকিৎসার আর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন তাওহিদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ আমাকে ফোনে রাজীবের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। ২৩ আগষ্টের মধ্যেই রাজীব গাইনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি ইতোমধ্যে রাজীব গাইনের সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালে আসতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে আসার পর মেডিকেল বোর্ড গঠন করে রাজীব গাইনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দুই-তিন দিনের মধ্যেই তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা করবো।
রাজীব গাইন বলেন, ‘সাতক্ষীরা সিভিল সার্জন স্যার আমাকে ফোন দিয়েছেন। আমাকে যেতে বলেছেন। এবার হয়তো আমার চিকিৎসার একটা উপায় হবে।’ রাজিব সবার আর্শীবাদ কাছে চেয়েছেন।