বিএড স্কেল পেলেন ৫৮ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক | ২০ সেপ্টেম্বর, ২০২১
বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫৮ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

আরো পড়ুনঃ এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ‘অটোপাস’ নিয়ে সুখবর

রোববার (১৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

আরো খবরঃ শিক্ষক নিয়োগ ও সহায়ক জনবলের শূন্যপদে দ্রুত নিয়োগ

বিএড স্কেল পাওয়া স্কুলের ৫৮ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ১ জন, চট্টগ্রামের ৬ জন, কুমিল্লা অঞ্চলের ৩ জন, ঢাকা অঞ্চলের ১০ জন, খুলনা অঞ্চলের ৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ২ জন, রাজশাহী অঞ্চলের ২৩ জন, রংপুর অঞ্চলের ৭ জন এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পেতে ক্লিক করুন

ঘরে বসে স্পেকেন ইংলিশ শিখতে ক্লিক করুন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।