নিজস্ব প্রতিবেদক,১৯ সেপ্টেম্বর, ২০২২:
বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৮০৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। গতকাল রোববার শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়। সভায় কর্মকর্তারা সশরীরে অংশ নেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাবার্তাকে জানান, বিএড স্কেল পাওয়া স্কুলের ৮০৪ জন শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৭৭ জন, চট্টগ্রামের ৮৭, কুমিল্লার ৭৬, ঢাকার ৮৭ জন, খুলনার ১২৮, ময়মনসিংহের ১০২, রাজশাহীর ৬৯, রংপুরের ৮৫ জন এবং সিলেট অঞ্চলের ৯৩ জন শিক্ষক আছেন।