বিএড স্কেল পাচ্ছেন ৩১২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক ,
তিনশত বার জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মার্চ মাসের এমপিওর সঙ্গেই তারা এই স্কেলের সুবিধা পাবেন। গত ২৪ মার্চ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটি এই সিদ্ধান্ত নেয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিকশিক্ষাকে  এ তথ্য নিশ্চিত করেছেন।
 আরও পড়ুন:
জানা যায়,  ৩১২ জন বিএড স্কেল পাবেন। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৬ জন, চট্টগ্রামের ৯, কুমিল্লায় ৯, ঢাকায় ২৫, খুলনায় ৬১, ময়মনসিংহে ৩২, রাজশাহী ৪৩, রংপুরে ৯০ ও সিলেটে ১৭ জন।
এর আগে গত জানুয়ারিতে এমপিও কমিটির বৈঠকে ৪১৪ জনকে এমপিওর সঙ্গে বিএড স্কেলের সুবিধা দেয়া হয়েছিল।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।