জঙ্গিবাদে অনুপ্রাণিত করার অভিযোগে বাংলাদেশের কেউ তাকে অভিযুক্ত করেননি বলে মন্তব্য করেছেন ভারতের ইসলামী বক্তা জাকির নায়েক। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের তরুণরা জঙ্গিবাদে উৎসাহিত হচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও এদেশের মানুষ এসবে বিশ্বাস করে না।
এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ‘আমি বাংলাদেশের মানুষের সাথে কথা বলেছি। আমার বক্তব্যে উৎসাহী হয়ে তরুণরা জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে একথা তারা বিশ্বাস করে না।’
বলেন, সারা বিশ্বে আমার কোটি কোটি ভক্ত রয়েছে। যার মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু আমি কাউকে খুন করতে উৎসাহ দিয়েছি এটা বলা অনুচিত।
তবে মালয়েশিয়ায় তাকে নিষিদ্ধ করার খবর অস্বীকার করে তিনি বলেন, তিন বছরেরও কম সময় আগে ওই দেশের সর্বোচ্চ পদক ‘তোকো মাল হিজরাহ’ পান তিনি। তাই নিষিদ্ধ হওযার খবর ভিত্তিহীন। নিজেকে সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখ করে বলেন ভারতীয় গণমাধ্যম এসব খবর লিখছে।
বিভিন্ন সময়ে বিতর্কিত বক্তব্যের জন্য আলোচিত এই বক্তা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঢাকার গুলশান হামলায় ২০বিদেশী নিহতের ঘটনায় নতুনভাবে আলোচনায় আসেন। হামলাকারী জঙ্গিদের কেউ কেউ তার সামাজিক মাধ্যমে তার দেয়া বক্তব্য নিয়মিত অনুসরণ করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন বলে অভিযোগ ওঠে।
বর্তমানে সৌদি অবস্থানরত জাকির নায়েক প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার সাম্প্রতিক সময়ে বন্ধ ঘোষণা করে ভারত। এদিকে বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।