ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। সেলক্ষ্যে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত এ স্কোয়াডে ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন নতুনরা। ফিরেছেন পুরনোরা। এছাড়া প্রত্যাশিতরা তো আছেনই।
বিপিএলের তৃতীয় আসর মাতিয়েছেন আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, সাকলাইন সজিব।জমজমাট ওই টি-টোয়েন্টি আসর মাতানোর পুরষ্কারটা বছরের শেষে এসেই পেলেন তরুণ প্রতিভাময় এসব ক্রিকেটাররা।
২৭ সদস্যের এই স্কোয়াডে ফিরেছেন জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন। তবে প্রাথমিক এই দল উপেক্ষিত হয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক।
আগামী ৩ জানুয়ারি প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের রিপোর্টিং করতে হবে জাতীয় দলের ফিটনেস কোচ মারিও ভিয়াভারায়েনের কাছে।
বাংলাদেশ টি-টোয়েন্টি প্রাথমিক স্কোয়াড:
তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হয়দার রনি, লিটন কুমার দাশ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মো. শহিদ, মো. মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজিব, কাজি নুরুল হাসান, সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরি।