বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,২৩ এপ্রিল:

বয়স ৬০ বছর পূর্ণ হওয়ার কারণে ঢাকা সেনানিবাসের বিএন কলেজের অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিনকে দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৮ এপ্রিল অধ্যক্ষকে অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে মো. মোসলেহ উদ্দিনকে অধ্যক্ষ পদের দায়িত্ব উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষককে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বয়স ৬০ বছর হলেও এখনও অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন। কিন্তু গেল ১২ জুন জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ এর ১১.৬ অনুচ্ছেদে বলা হয়, বয়স ৬০ পূর্ণ হলে কোনো প্রতিষ্ঠানের প্রধান বা সহকারী প্রধান বা শিক্ষক-কর্মচারীকে কোনো অবস্থাতেই পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না।

এছাড়া, ২০১৮ সালের ১ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক নির্দেশনায় বলা হয়, বয়স ৬০ বছর পূর্ণ হওয়ার পর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই। এর প্রেক্ষিতে মো. মোসলেহ উদ্দিনের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করার সুযোগ নেই।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।