বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত! মামলা

চট্টগ্রাম অফিস ॥ প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করায় এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের একটি আদালতে। অভিযুক্ত মহিউদ্দিন মোঃ আলমগীর পটিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ কুদরত-ই-এলাহীর আদালতে মামলাটি দায়ের করেন আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন মালঘর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি’ বিষয়ের পরীক্ষা বঙ্গবন্ধুর নাম বিকৃতভাবে উপস্থাপন করা হয়। প্রশ্নপত্রে একটি প্রশ্ন ছিল- ‘বঙ্গবন্ধুর ডাক নাম কি ছিল?’ ক. বাবু খ. বকুল, গ. লোকা ঘ. জাদু।’ এ প্রশ্নটি দেখে পর্যালোচনা করেন শিক্ষার্থীর বড় ভাই মোয়াজ্জেম। এতে তিনি দেখেন যে, চারটি উত্তরের কোনটিই সঠিক নয়। পরে ইসলামী প-িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে অবগত হন যে, প্রশ্নপত্রে উল্লেখ করা ‘লোকা’ শব্দের অর্থ -দুর্বৃত্ত, গোলাম বা দাস অথবা দুষ্টু ও নিচু বংশের লোক। এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে কড়া প্রতিবাদ জানান এ প্রশ্নটির জন্য। জবাবে প্রধান শিক্ষক জানিয়ে দেন যে প্রশ্নপত্র তৈরি করেছেন প্রধান শিক্ষা কর্মকর্তা। এ বিষয়ে তিনি সুস্পষ্টভাবে জানতে চান শিক্ষা কর্মকর্তা কুদরত-ই-এলাহীর কাছে। কিন্তু তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।