বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলে ওএসডি হলেন সিভিল সার্জন

Image

সরকারি টিকাদান কর্মসূচিতে ‘জয় বাংলা’বলে বক্তব্য শেষ করা বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ রবিবার (৩ নভেম্বর) আবশ্যিকভাবে অবমুক্ত হবেন এবং আগামীকাল সোমবার (৪ নভেম্বর ) ওএসডি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদান করবেন।

এর আগে, গত ২৪ অক্টোবর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সরকারি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জালাল উদ্দীন আহমেদ বক্তব্যের শেষে জয় বাংলা বলায় প্রতিক্রিয়া দেখান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর।

পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা। ওই দিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে কয়েক দফা বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।