আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে আরো দুদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এই দাবিতে তিনদিন কর্মবিরতি পালনের পর আগামী ১৭ ও ১৯ অক্টোবর ফের কর্মবিরতির কর্মসূচি দিয়েছেন তারা। কর্মসূচির দিন কলেজ ক্লাস, পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার তাদের তিনদিনের কর্মবিরতি শেষ হয়। নতুন করে ফের আগামী ১৭ ও ১৯ অক্টোবর এ কর্মবিরতি ঘোষণা করা হলো। তবে, আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালনে এদিন কর্মবিরতির বাইরে রাখা হয়েছে।