ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা

Image

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ১৭ আগস্ট রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন এসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে নেয়ার চেষ্টা করা হবে।

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর সময় নিয়ে জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু করার। আমাদের চেষ্টা থাকবে। কিন্তু এটা তো অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন এ বছরও আমরা চেয়েছিলাম আরেকটু আগে করতে। কিন্তু সেটা আমাদের আগস্টে আনতে হয়েছে। আর এসএসসিটা আমরা চেষ্টা করব ফেব্রুয়ারিতে শুরু করতে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।