ফিলিস্তিনে নতুন স্কুল শিক্ষা-বর্ষ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেম: ফিলিস্তিনে ২০১৭-২০১৮ সালের নতুন স্কুল-শিক্ষাবর্ষ শুরু হয়েছে। নতুন এই শিক্ষা-বর্ষ শুরু দিন বুধবার পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজা উপকূলের প্রায় ১.২৫ মিলিয়ন শিক্ষার্থী স্কুলে যায়।

রামাল্লার একটি স্কুলে নতুন এই শিক্ষা বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ আমরা নতুন স্কুল-বর্ষ শুরু করলাম। কিন্তু আমাদের যেসব সন্তান তাদের শৈশব ও স্বাধীনতা ইসরাইল কর্তৃক হরণ করা হয়েছে, আজকের এই দিনে তাদেরকে অনেক বেশি মিস করছি।’

তিনি ইসরাইলি কারাগারে আটক তিন শতাধিক ফিলিস্তিনি শিশুকে মুক্তি দিতে ইসরাইলকে বাধ্য করতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনিদের অধিকার দমিয়ে রাখার ইসরাইলি প্রচেষ্টার আলোকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য হামদাল্লাহ সকল আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর প্রতি আহ্বান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।