আন্তর্জাতিক ডেস্ক:
চীনের পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশের ইনশি শহরে একটি প্রাথমিক স্কুলে দুর্বৃত্তের হামলায় আট শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হামলাকারী জু পুলিশি হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হামলার কারণ পরিষ্কার নয়।
সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানকার চোইয়াংপো এলিমেন্টারি স্কুলে তুন সেমিস্টারের প্রথম দিনে হামলার এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ৪০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি।
এদিকে স্থানীয় একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হত্যাচেষ্টার অভিযোগে গত জুনে হামলাকারী কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।