প্রাথমিক স্কুলের সময়সূচি পরিবর্তনের পরামর্শ

primary1467213464নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক স্কুলের সময়সূচি নিয়ে দ্বিমত পোষণ করে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন বলেছেন, এটা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত  হওয়া উচিত।

বুধবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত `মানসম্মত প্রাথমিক শিক্ষা` বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, `প্রাথমিক শিক্ষা খাতে সরকার যা দিচ্ছে, তার সঠিক ব্যবহার করা হচ্ছে না। এমনকি তার ফলও পাওয়া যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা হলো ভিত্তিভূমি, যা নষ্ট হলে সব শেষ হয়ে যাবে। এ ছাড়া শিক্ষার জন্য অন্য যেসব জিনিস চাচ্ছি, তা বর্তমানে বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সবার কাছে। কিন্তু মানসম্মত শিক্ষা ছোট ব্যাপার হয়ে গেছে।`

অভিভাবকদের পক্ষ থেকে এস এম মাসুদ জামান বলেন, ‘প্রাথমিক স্কুলের সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করা এবং মিডডে মিল চালু করলে শিশুদের ধরে রাখা সম্ভব।

প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, স্কুল সময় কমানো, শহরের বিদ্যালয়গুলোতে উপবৃত্তির টাকা প্রদান জরুরি বলে মন্তব্য করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের মহাপরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, প্রাক্তন শিক্ষা সচিব এনায়েত খান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। সম্মেলনে দেশের ৬৪ জেলার ২৫৬ জন ছাত্র, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।