প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সাজেশন-২০১৮

গণিত

১। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স, পুত্রের বয়সের ৩ গুণ।
ক) পুত্রের বর্তমান বয়স কত?
খ) পিতা ও পুত্রের বয়সের ব্যবধান কত?
গ) ১৫ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে?
ঘ) ১৫ বছর পর পিতার বয়স, পুত্রের বয়সের কতগুণ হবে?

২। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ।
ক) মাতা ও কন্যার বয়সের সমষ্টির কন্যার বয়সের কত গুণ?
খ) কন্যার বয়স কত?
গ) মাতার বয়স কত?

৩। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ৪৫০৮০ টাকা, একটি খাসির মূল্য ৪৫৬০ টাকা।
ক) ২টি গরুর মূল্য কত?
খ) ৩টি খাসির মূল্য কত?
গ) ১টি গরুর মূল্য কত?
ঘ) ৪৭১০০ টাকা দিয়ে কয়টি গরু কেনা যাবে.

৪। জালাল সাহেবের মাসিক বেতন ২৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৯২২৫ টাকা বাড়ি ভাড়া, ১৫২৭৫ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখলো।
ক) তিনি বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে কত টাকা খরচ করলেন?
খ) প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন?
গ) এক বছর পর কত টাকা জমা করেন?
ঘ) এক বছর পর জমানো টাকা থেকে ৪৫০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনলে তার কাছে কত রইল।

প্রতিদিন দেখুন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।