ঢাকা: ‘প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ বিভিন্ন পদে প্রশাসন ক্যাডারে পদায়ন-কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না’ হাইকোর্ট তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
একইসঙ্গে অধিদফতরের বিভিন্ন পদে সাধারণ শিক্ষা ক্যাডার থেকে কেন পদায়ন করা হবে না- তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
রোববার হাইকোর্টে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষে অধ্যাপক ড. নেসওয়ার মিয়া এ রিট দায়ের করেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাইমুম সাদী।
ব্যারিস্টার সাইমুম সাদী জানান, ২০০৪ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্তদের পদায়ন করা হতো। কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও কম্পোজিশন রুলের তোয়াক্কা না করে ওই বছর থেকে এ অধিদফতরে প্রশাসন ক্যাডার থেকে পদায়ন করা হচ্ছিল। যা সম্পূর্ণ বেআইনি।
রিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।