প্রাথমিক শিক্ষকদের বদলির সংশোধিত নির্দেশিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | ০৪ মার্চ, ২০১৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির (সংশোধিত) নির্দেশিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা, ২০১৮ (সংশোধিত) নামে অভিহিত হবে। নতুন নির্দেশিকায় প্রাক-প্রাথমিকের সহকারি শিক্ষকরাও অন্যান্য সহকারী শিক্ষকদের ন্যায় পদশূন্য থাকা সাপেক্ষে বদলি করা যাবে। 

সোমবার (৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা জারির ফলে ইতিপূর্বে জারিকৃত শিক্ষক বদলি সংক্রান্ত নির্দেশিকা, প্রজ্ঞাপন ও আদেশ বাতিল বলে গণ্য হবে।

নিচের লিংকে ক্লিক করুন

 https://mopme.portal.gov.bd/sites/default/files/files/mopme.portal.gov.bd/policies/b41ded4e_3b29_4dd5_b871_d9ecffb0ef7c/131.pdf

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।