নিজস্ব প্রতিবেদক, ২৬ ফেব্রুয়ারী
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ ও তালিকাসহ প্রতিবেদন আগামী ১২ মার্চের মধ্যে মন্ত্রণালয়ে এবং অনুলিপি অত্র দপ্তরে প্রেরণ করতে হবে।
এতে বলা হয়েছে, সরকারি প্রাথসিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে ১৯৭৩ সালে জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয় (পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়) থেকে নিকটস্থ/পার্শ্ববর্তী ২০১৩ সালে নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং নব জাতীয়করণকৃত সরকারি প্রাথহিক বিদ্যালয় থেকে এসএসসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিকটস্থ/পার্শ্ববর্তী পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারস্পরিক সমন্বয় বদলী করতে হবে। এক্ষেত্রে পারস্পরিক ও সমন্বয় বদলীর ক্ষেত্রে বদলী নির্দেশিকা ২০১৮ এর ৬ ,৬.৬ ও ৬.৭ অনুসরন করতে বলা হয়েছে।