প্রাথমিক শিক্ষকদের দাবী মেনে নেবার আহবান প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাথে মহাপরিচালকের বৈঠক।

স্টাফ রিপোর্টার:document1 বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমিতির সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রিয় আহবায়ক রিয়াজ পারভেজ এর প্রতিনিধি দল, নাসরিন সুলতানার নেতৃত্বে সহকারী শিক্ষক সমিতির এক প্রতিনিধি দল এবং বাসার তোতার নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধির দলের সাথে এক বৈঠকে মিলিত হন।
প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখাসহ ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক রিয়াজ পারভেজ । এ সময় মহাপরিচালক রিয়াজ পারভেজের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বুধবার প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সচিব মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনার করে সমাধানের আশ্বাস দেন।
এদিকে সহকারী শিক্ষক সমিতির সভাপতি নাসরিন সুলতানা প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারনের দাবী জানান। প্রধান শিক্ষক সমিতির খুলনা বিভাগের আহবায়ক স্বরুপ দাস কেন্দ্রিয় সকল নেতৃবৃন্দকে আলোচনা চালানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম, আলাউদ্দিন মোল্লা, মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।