নিজস্ব প্রতিবেদক,৫ মার্চ: প্রাথমিক শিক্ষকদের টিফিন ভাতা প্রত্যাহার করার আবেদন জানিয়েছে কুড়িগ্রাম জেলার সহকারী শিক্ষক মুনিবল হক বসুনিয়া।
আরো পড়ুনঃ প্রশ্ন ফাঁসকারী বুয়েট শিক্ষকের অ্যাকাউন্টে ১০ কোটি টাকা!
মাসে ২০০ টাকা টিফিন ভাতা হলে প্রতিদিন পড়ে ৬.৬৬ পয়সা যা খুবিই নগন্য। এটি শিক্ষকদের জন্য অপমানজনকও বটে। শিক্ষাবার্তা পাঠকদের জন্য হুবহ আবেদনটি তুলে দেয়া হল ।
আরো পড়ুনঃ প্যানেলে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
বরাবর,
উপজেলা শিক্ষা অফিসার,
রাজারহাট, কুড়িগ্রাম।
মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়ঃ টিফিন ভাতা প্রত্যাহার প্রসঙ্গে।
তাং ০৫.০৩.২০২০ খ্রিস্টাব্দ
জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আমাকে প্রদেয় মাসিক টিফিনভাতা ২০০/-(দুইশত) টাকা যা গড়ে প্রতিদিন ৬.৬৬(ছয় টাকা ছেষট্টি পয়সা) হারে দেয়া হয়, তা আমি ব্যক্তিগত কারণে প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।
অতএব, আমার মাসিক ভাতা থেকে প্রদেয় টিফিনভাতা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার নেক মর্জি হয়।
নিবেদক
মনিবুল হক বসুনীয়া
সহঃ শিক্ষক।
আবুল কাশেম বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
রাজারহাট, কুড়িগ্রাম।