প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ – প্রাথমিক বিজ্ঞান(১)

Image

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও
১. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?

ক. শব্দ খ. আলো

গ. তাপ ঘ. বিদ্যুৎ

২. খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?

ক. আলোক শক্তি খ. তাপশক্তি

গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি

৩. কোনটি জাঙ্ক ফুড?

ক. পাউরুটি খ. দই

গ. পরোটা ঘ. পটেটো চিপস

৪. জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে?

ক. যকৃৎ অকার্যকর হওয়া

খ. মোটা হয়ে যাওয়া

গ. শ্বাসকষ্ট

ঘ. ক্যানসার

৫. মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে?

ক. কার্বাইড খ. ফরমালিন

গ. ব্যাকটেরিয়া ঘ. লবণ

৬. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে?

ক. পানি খ. বায়ু

গ. মাটি ঘ. পোকামাকড়

৭. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক?

ক. কুকুর খ. প্রজাপতি

গ. মশা ঘ. মাছি

৮. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে?

ক. সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

খ. পড়াশোনার প্রতি অধিক মনোযোগ

গ. শরীরের গঠন পরিবর্তন

ঘ. বেশি বেশি অসুস্থ হওয়া

সঠিক উত্তরঃ ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.গ
স্বরুপ দাস, প্রধান শিক্ষক, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।