সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও
১. এক কুইন্টাল চালের দাম ৫৯০০ টাকা। এক কেজি চালের দাম কত?
ক. ৪৯ টাকা খ. ৫৯ টাকা
গ. ৬০ টাকা ঘ. ৬২ টাকা
২. হিসাব বের করো: ৬০–(৩×২) +১৬ = কত?
ক. ৫০ খ. ৬০
গ. ৭০ ঘ. ৮০
৩. দিবা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় কত মিটার হাঁটতে পারবে?
ক. ৫০০ মিটার খ. ১০০০ মিটার
গ. ১৫০০ মিটার ঘ. ১৮০০ মিটার
৪. হিসাব করো: (২৪–১৮) ৩+৮ = কত?
ক. ১০ খ. ১৫
গ. ১৬ ঘ. ২০
৫. হিসাব করো: {(১০০২৫) (৮২)} = কত?
ক. ১ খ. ২৫
গ. ৩০ ঘ. ৭৫
৬. একটি পেনসিলের দাম ৮ টাকা। তাহলে ২৪টি পেনসিলের দাম কত?
ক. ১২৫ খ. ১৩২
গ. ১৮৫ ঘ. ১৯২ টাকা
৭. (৬+ক) × ৩ = ৩০ হলে, ‘ক’ এর মান কত?
ক. ৪ খ. ৬
গ. ৮ ঘ. ১০
৮. একটি মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর
১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ক
আরো পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ – প্রাথমিক বিজ্ঞান (২)