প্রাথমিক প্রধান শিক্ষকরা চান টাইমস্কেল

নিজস্ব প্রতিবেদক,২৬ জুন:
সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনে সৃষ্ট বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। তারা বলেন, কেবল দশম গ্রেড ও ৯-৩-১৪ হতে ১৪-১২-২০১৫ খ্রী: পর্যন্ত টাইম স্কেল দিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

আজ (২৬-৬-২০২১ ইং) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

ঈদ পর্যন্ত বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো.জাকির হোসেন মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব গোলাম মোহাম্মদ হাছিবুল আলম মহোদয়, সভাপতিত্ব করের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম মহোদয়।

আরো উপস্থিত ছিলেন সকল বিভাগীয় উপ-পরিচালক মহোদয়গণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রিয়াজ পারবেজ,সাধারন সম্পাদক নজরুল ইসলবম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব স্বরুপ দাস, সহ সভাপতি জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম সহ ১৩টি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। আজ মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষদের দাবি দাওয়া সমূহ মনোযোগ সহকারে শোনেন এবং আন্তঃমন্ত্রণালয়ের মিটিং করে সমস্যা সমাধান করা হবে বলে শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।