নিজস্ব প্রতিবেদক,২৩ জানুয়ারী:
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা তাদের কাঙ্খিত টাইমস্কেল পেতে চলেছে। প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রনালয় হতে এ তথ্য জানা যায়।
সুত্র জানায়, প্রাথমিক প্রধান শিক্ষকরা ৯/৩/২০১৪ খ্রিঃ তারিখের পর থেকে টাইমস্কেল থেকে বঞ্চিত ছিল। গত ৭ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখের নাজমা শেখ স্বাক্ষরিত ৮২৮ নং স্বারকে জাতীয় বেতন স্কেল ২০০৯ এর ৭(১) অনুচ্ছেদের সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে পরিপত্র জারী করে।
পরবর্তীতে প্রধান শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রনালয়ের কাছে প্রধান শিক্ষকদের টাইমস্কেলের ব্যাপারে সুপারিশ করা হয়।
গত ১৫ জানুয়ারী ২০২০ মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত পত্র ইস্যু করা হয়।
বিধায় টাইমস্কেল পাবার একটি সম্ভাবনার দাড় খুলে গেল।