প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

ডেস্ক,১৮ নভেম্বর:

প্রাথমিক বিদ্যালয়সমূহে বিজয় ফুল তৈরি, কবিতা আবৃতি, দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতার অর্থ ব্যয়ের জন্য কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়সমূহে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০১৯ আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগীতার অর্থ ব্যয়ের জন্য উপজেলা/থানা শিক্ষা অফিসারদের আয়ন-ব্যয়ন কর্মকর্তা মনোনয়ন এবং অর্থ ব্যয়ে মহানগরীর ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)-কে সভাপতি ও থানা শিক্ষা অফিসারকে সদস্য সচিব এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারকে সদস্য সচিব হিসেবে কাজটি সম্পন্ন করার নিমিত্ত কমিটি গঠনে নির্দেশক্রমে সম্তিজ্ঞাপন করা হলো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।